বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক | আপডেট: বুধবার, জুলাই ২০, ২০২২

রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীদের বিক্ষোভ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের রাত ১০টার মধ্যে নিজ হলে প্রবেশের নির্দেশনার বিরুদ্ধে ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতসহ প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন ছাত্রীরা।

বুধবার (২০ জুলাই) রাত ১০টার দিকে বিক্ষোভ শুরু হয়। বর্তমানে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ চলছে। গত রোববার রাতে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে হেনস্তার শিকার হন বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের এক ছাত্রী। 

ওইদিন রাত ১০টার পর বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় ঘুরতে গেলে ওই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে পাঁচ তরুণ। তার সঙ্গে থাকা বন্ধুকে মারধর করেন বলে প্রক্টর বরাবর অভিযোগ করেন ওই ছাত্রী। 

এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের চারটি হলে রাত ১০টার মধ্যে প্রবেশের নির্দেশনা দেয় প্রশাসন।


0 Comments