বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

যাত্রী সংকটে এমভি গ্রিন লাইনের যাত্রীসেবা বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জুলাই ২৬, ২০২২

যাত্রী সংকটে এমভি গ্রিন লাইনের যাত্রীসেবা বন্ধ ঘোষণা
যাত্রী সংকটে ঢাকা-বরিশাল নৌপথে চলাচলকারী এমভি গ্রিন লাইনের যাত্রীসেবা পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে ঢাকা প্রান্ত থেকে নির্ধারিত সার্ভিসটি বন্ধ করা হয়।

এর আগে সোমবার (২৫ জুলাই) রাতে গ্রিন লাইনের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ২৬ জুলাই থেকে গ্রিন লাইনের ঢাকা-বরিশাল ভায়া হিজলা নৌপথে চলাচলকারী জাহাজের সার্ভিস বন্ধ থাকবে। তবে ঢাকা–কালীগঞ্জ–ইলিশা রুটের এমভি গ্রিন লাইন-২ নিয়মিত চলাচল করবে।

গ্রিন লাইনের বরিশালের ডিপোর ম্যানেজার মোহাম্মদ বাদশা জানান, আপাতত ঢাকা-বরিশাল নৌপথে সার্ভিস বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর তাদের নৌপথের যাত্রী কমে যাওয়ায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে ঢাকা বরিশাল নৌরুটে দিনের বেলায় একমাত্র জলযানটি বন্ধ হওয়ায় এ পথের অনেক যাত্রী হতাশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, যাত্রীদের দ্রুত পৌঁছে দেওয়ার নিশ্চয়তা নিয়ে ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর চালু করা হয়েছিল গ্রিন লাইনের নৌপথের যাত্রীসেবা। মাত্র পাঁচ ঘণ্টায় বরিশাল থেকে ঢাকা পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিয়ে এ সেবা চালু করেছিল গ্রিন লাইন ওয়াটারওয়েজ।
0 Comments