শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মুখোমুখি সাকিব-বিসিবি, দশ দিনের ঘটনাচিত্র

অনলাইন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২

মুখোমুখি সাকিব-বিসিবি, দশ দিনের ঘটনাচিত্র
বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিলেন সাকিব আল হাসান। যদিও ক্রিকেট বোর্ডের কঠোর আপত্তির মুখে অবশেষে চুক্তি বাতিলের পথেই হাঁটলেন। চলুন জেনে নেয়া যাক চুক্তির শুরু থেকে শেষ অবধি গেল দশদিনের (২ আগস্ট-১১ আগস্ট) ঘটনাচিত্র।

২ আগস্ট নিজের ফেসবুক পেজে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে আনেন সাকিব নিজেই।

৩ আগস্ট বেটউইনার নিউজ নিজেদের ওয়েবসাইটে সাকিবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার খবর জানায়।

৪ আগস্ট চুক্তির বিষয়ে কিছু জানে না বলে জানায় বিসিবি। একই দিনে বিষয়টি তদন্ত করে সাকিবকে নোটিশ পাঠানোর কথা বলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

৮ আগস্ট ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস জানান, সাকিবের উত্তরের অপেক্ষায় আছে বোর্ড। পেছানো হয় এশিয়া কাপের দল ঘোষণার তারিখ।

১১ আগস্ট বিকেল পৌনে ৪টায় আলোচিত চুক্তি বাতিল না করলে সাকিবকে জাতীয় দল থেকে বাদ দেয়ার হুঁশিয়ারি দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

একই দিন সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে চুক্তি বাতিলের সিদ্ধান্তের কথা সময় সংবাদকে জানান সাকিব আল হাসান নিজেই। শেষ হয় সাকিব বনাম বিসিবির দশ দিনের টানাপোড়েন।   
0 Comments