মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে পুলিশের ওপর হামলা মামলায় আসামি ১৫০০

অনলাইন ডেস্ক | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ৯, ২০২২

রংপুরে পুলিশের ওপর হামলা মামলায় আসামি ১৫০০
রংপুরের গঙ্গাচড়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) গঙ্গাচড়া থানার উপ-পরিদর্শক বুলবুল আহমেদ বাদি হয়ে মামলাটি করেন। এ ঘটনায় গ্রেফতার চারজনের মধ্যে হাবিবুল বাশার, অয়ন এবং নয়া মিয়াকে আদালতে পাঠিয়েছে পুলিশ। আরেক আসামি রংপুর মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন। 

মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
এর আগে বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় গঙ্গাচড়া থানার ওসিসহ ২০ পুলিশ সদস্য আহত হয়। পাঁচ সাংবাদিকসহ আরও দশজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় সাতজনকে আটক করে পুলিশ। পরে তদন্ত সাপেক্ষে তিনজনকে ছেড়ে দেয়া হয়।
 
সহকারী পুলিশ সুপার হোসেন মো. রায়হান জানান, সমাবেশ থেকে পুলিশের ওপর হামলা করা হয়। কিন্তু বিভিন্ন স্থানে বিএনপির লোকজনকে পুলিশ নির্যাতন করছে বলে গুজব ছড়িয়ে দেয়া হয়। ফলে শহরের বিভিন্ন দিক থেকে হামলা করে বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় মামলা হয়েছে; অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
0 Comments