সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় উন্নয়নের রোডম্যাপে রুহুল হক এমপি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, এপ্রিল ৭, ২০২১

সাতক্ষীরায়  উন্নয়নের রোডম্যাপে রুহুল হক এমপি
বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির এক রিপোর্টে সাতক্ষীরা ৩ আসনের উন্নয়ন কে যুগান্তকারী হিসেবে উল্লেখ করেছে। এক জরিপে এমন তথ্য প্রকাশ করেছে তারা।
 প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রোডম্যাপে এখন সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান ডাক্তার আ ফ ম রুহুল হক এমপি। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের জন্য আধুনিক সাতক্ষীরার রুপকার হিসেবে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন।  এর  মধ্যে উল্লেখযোগ্য হলো  
নলতা - তারালী রাস্তা আরসিসি করণ * নলতা শীতলপুর রাস্তা কার্পেটিং করণ * মাঘুরালী ফিরোজের বাড়ি হইতে মিজানের বাড়ি অভিমুখে ইটের রাস্তা করণ * দক্ষিন সেহারা আনছারেরর বাড়ি হইতে মোস্তফার বাড়ি অভিমুখে ইটের রাস্তা করণ * পূর্ব নলতা আবুলের বাড়ি হইতে মোনাজাতের বাড়ি অভিমুখে ইটের রাস্তা করণ * ইন্দ্রনগর মোকছেদের বাড়ি হইতে এড়ো খালের অভিমুখে ইটের রাস্তা করণ * জায়দানগর বাজার হইতে আব্দুল সামাদের বাড়ি অভিমুখে ইটের রাস্তা করণ * ভাড়াশিমলা স্বাস্থ্যকমপ্লেক্স হইতে খানজিয়া রাস্তা কার্পেটিং করণ * ভাড়াশিমলা খারহাট সাইক্লোনশেল্টার বিসি রোড কার্পেটিং করণ * ভাড়াশিমলা সাতবসু হইতে খোকার মোড় রাস্তা কার্পেটিং করণ * স্বারাব্দীপুর শওকাত গাজির বাড়ি হইতে আবু তৈয়বের বাড়ি অভিমুখে ইটের রাস্তা করণ * শুইলপুর হারেজ মাস্টারের বাড়ি হতে  মাজেদের বাড়ি অভিমুখে ইটের রাস্তা করণ * বাগবাটি রউফের ঘের হইতে বাগবাটি কার্পেটিং রাস্তা অভিমুখে ইটের রাস্তা করণ * ভাড়াশিমলা বাগবাটি রাইস মিল হইতে হবি মাস্টারের বাড়ি অভিমুখে মাটির রাস্তা সংস্কার *শুইলপুর পরিতোষ বিশ্বাসের বাড়ি হতে শিবমন্দির অভিমুখে ইটের রাস্তা করণ * তারালী নোনামাঠ রাস্তা কার্পেটিং করণ * তারালী খলিশখালী রাস্তা কার্পেটিং করণ * জাফরপুর ঘোষপাড়া আনছারের বাড়ি হইতে জয়দেব প্রভাষকের বাড়ি অভিমুখে ইটের রাস্তা করণ * জাফরপুর খাদেমের বাড়ি হইতে তেঁতুলিয়া প্রাইমারি স্কুল অভিমুখে ইটের রাস্তা করণ * বরেয়া হাবিবুরের বাড়ি হইতে হ্যারিং বোর্ড অভিমুখে ইটের রাস্তা করণ * তারালী ইসরাইল গাজির বাড়ি হইতে ছোট খোকনের বাড়ি অভিমুখে ইটের রাস্তা করণ * চম্পাফুল বালাপোতা রাস্তা কার্পেটিং করণ * নবীন নগর রেশমার বাড়ি হইতে পলাশের ঘেরের অভিমুখে ইটের রাস্তা করণ।
ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানঃ-
ভাড়াশিমলা রাধা গোবিন্দ হরি মন্দির সংস্কার * নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় উন্নয়ন * উজিরপুর পাঞ্জেগানা মসজিদ সংস্কার * চান্দুলিয়া হরি মন্দির সংস্কার * মসরকাটি দক্ষিন পাড়া বাইতুল আমান জামে মসজিদ সংস্কার * থালনা সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির সংস্কার * নলতা মাধ্যমিক বিদ্যালয় সংস্কার।
0 Comments