শনিবার, ২৭ জুলাই ২০২৪
১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

শেষ রক্ষা হলো না অনুপ্রবেশকারী যুবলীগ নেতা সুন্নত আলীর

অনলাইন ডেস্ক | আপডেট: রবিবার, আগস্ট ৬, ২০২৩

শেষ রক্ষা হলো না অনুপ্রবেশকারী যুবলীগ নেতা সুন্নত আলীর
এম.এম হায়দার আলী
 সাতক্ষীরায় নাশকতা মামলায় পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া যুবলীগ নেতা শেখ সুন্নত আলীকে। শ্যামনগর উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  শ্যামনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক এস.এম জাকির হোসেন ও যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান হাফিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান শেখ হাসিনা সরকারকে উৎখাত করার লক্ষ্য সরকারি বিভিন্ন কাজে বাধা প্রদান করা সহ বিভিন্ন নাশকতা মূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকা প্রমান সাপেক্ষে তার বিরুদ্ধে শ্যামনগর থানায় তিনটি নাশকতা মামলা হয়।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শেখ সুন্নত আলী বর্তমানে আওয়ামী লীগের বিভিন্ন তথ্য-উপাত্ত পাচারকারী। সে জামাত-বিএনপি থেকে অনুপ্রবেশকারী ও তাদের এজেন্ট এবং সরকার ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হলো।এছাড়াও তাকে উপজেলা যুবলীগের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারের জন্য সাতক্ষীরা জেলা যুবলীগ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হবে। এর আগে, বৃহস্পতিবার (০৩ আগষ্ট) রাতে উপজেলার মাজাট এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা শেখ সুন্নত আলীকে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেফতার করে শ্যামনগর থানা পুলিশ বলে জানা যায়।
0 Comments