শনিবার, ২৭ জুলাই ২০২৪
১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

স্টেডিয়ামে পদদলিত হয়ে ১২ জন নিহত, আহত ৮০

অনলাইন ডেস্ক | আপডেট: শনিবার, আগস্ট ২৬, ২০২৩

স্টেডিয়ামে পদদলিত হয়ে ১২ জন নিহত, আহত ৮০
মাদাগাস্কারের একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দেশটির রাজধানী আন্তানানারিভোর মহামাসিনা স্টেডিয়ামে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে স্টেডিয়ামটিতে ঢোকার পথে এমন দুর্ঘটনা ঘটে। এদিন প্রায় ৪১ হাজার লোকের ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি কানায় কানায় পূর্ণ ছিল।

মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোলিনা ঘটনার সময় উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন। পরে তিনি নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দেন।

১৯৭৭ সাল থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস মাদাগাস্কারের অন্যতম জনপ্রিয় একটি ক্রীড়া প্রতিযোগিতা। যা প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়।

তবে মহামাসিনা স্টেডিয়ামে দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা নতুন নয়।

এর আগে ২০১৮ সালে এখানে মাদাগাস্কার ও সেনেগালের মধ্যকার একটি ফুটবল ম্যাচ শুরুর আগে সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৪০ আহত হন। ২০১৬ সালে মাদাগাস্কারের জাতীয় দিবস উদযাপনকালে গ্রেনেড বিস্ফোরণে ওই স্টেডিয়ামেই দুজন নিহত এবং অন্তত ৮০ জন আহত হন।

দুই বছর আগেও একই স্টেডিয়ামের বাইরে গ্রেনেড বিস্ফোরণে একজন শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছিলেন।
0 Comments