শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | আপডেট: রবিবার, আগস্ট ২৭, ২০২৩

পশ্চিমবঙ্গে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
পশ্চিমবঙ্গের দত্তপুকুরে এক আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।

উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় বার্তাসংস্থা টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ রবিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলায় দত্তপুকুরে এক আতশবাজির কারখানায় ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আতশবাজির কারখানাটি অবৈধ ছিলো বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

পুলিশ জানায়, কলকাতা থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে দত্তপুকুর থানা এলাকার নীলগঞ্জের মশপোলে কারখানায় বেশ কয়েকজন লোক কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণে ভবনের ছাদ সম্পূর্ণভাবে উড়ে যায় এবং আতশবাজি কারখানায় কর্মরতরা ক্ষত-বিক্ষত হয়ে রাস্তার ওপর পড়েন।

আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে ভারতীয় বার্তাসংস্থা আনন্দবাজার স্থানীয়দের বরাতে জানায়, আহতদের মধ্যে কয়েকজন শিশুও থাকতে পারে।

আনন্দবাজার জানায়, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সম্পূর্ণ বেআইনি ভাবে বাজি কারখানাটি চলছিল। বার বার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ তাঁদের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতেই স্থানীয়রা ক্ষোভপ্রকাশ করতে থাকেন। পুলিশকে ঘিরে স্লোগান দেন তারা।

এর আগে গত ১৬ মে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল অন্তত ৯ জনের। সেই ঘটনার ঠিক পাঁচ দিনের মাথায়, ২১ মে রবিবার কলকাতার অদূরে বজবজের একটি বাড়িতেও বাজি বিস্ফোরণের ঘটনা ঘটে।
0 Comments