শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

নলতায় ঘোষপাড়া হরি মন্দির ছাদ ঢালাই কাজের উদ্ভোদন করেন রুহুল হক এমপি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, আগস্ট ৩০, ২০২৩

নলতায় ঘোষপাড়া হরি মন্দির ছাদ ঢালাই কাজের উদ্ভোদন করেন রুহুল হক এমপি
সাতক্ষীরার কালীগঞ্জে পূর্ব নলতা ঘোষপাড়া হরি মন্দির দ্বিতীয় তলা ছাদ ঢালাই কাজের উদ্ভোদন করেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
এ সময় উপস্থিত ছিলেন নির্মল কুমার মন্ডল নলতা কালীমাতা মন্দির কমিটির সভাপতি বাবু পুরঞ্জন স্বর্ণকার কালীমাতা মন্দির কমিটির সেক্রেটার, বাবু উদয় কুমার পাল নলতা কালি মাত মন্দির কমিটির জয়েন সেক্রেটারি, বাবু দীপক কুমার পাল কালীমাতা মন্দির কমিটির যুগ্ন সাধারন সম্পাদক বাবু শংকর কুমার পাল নলতা চৌমুহনী অগ্রদূত মন্দিরের সভাপতি বাবু লক্ষণ কুমার রায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নলতা ইউনিয়ন শাখার সভাপতি সন্দীপ কুমার রায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নলটা ইউনিয়ন শাখার সেক্রেটার বাবু  ব্রজো কুমার ঘোষ, নলতা ঘোষপাড়া শ্রী শ্রী হরি মন্দিরের সেক্রেটারি এবং আরো উপস্থিত ছিলেন মিঠু স্বর্ণকার, প্রসাদ সরকার, বাবু প্রশান্ত কুমার রায়। আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আনিসুজ্জামান খোকন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
0 Comments