আজ ১ সেপ্টেম্বর, প্রতিষ্ঠার ৪৬ বছরে পা দিচ্ছে বাংলাদেশ জাতীয়াতাবাদী দল বিএনপি। ১৯৭৮ সালে এদিনে রমনা গ্রিনের সবুজ চত্বরে জিয়াউর রহমান বিএনপি’র পতাকা ওড়ান। বর্তমানে কঠিন চ্যালেঞ্জ নিয়ে টিকে থাকতে হচ্ছে বিএনপিকে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গৃহবন্দি। সাজা মাথায় নিয়ে লন্ডনে অবস্থান করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শীর্ষ এ দুই নেতা থেকে শুরু করে দলের প্রায় সাড়ে ৪১ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে দেড় লক্ষাধিক মামলা।
বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফায় আন্দোলন করছে প্রায় ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি। এসব কর্মসূচিতে হামলা-মামলার শিকার হলেও রাজপথে থাকার অবস্থানে অনড় নেতা-কর্মীরা। ফলে বাড়ছে নতুন মামলার সংখ্যাও। নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের নিষ্ক্রিয় ও কারাগারে পাঠাতে পুরনো মামলার শুনানি এগোচ্ছে দ্রুতগতিতে। এ নিয়েও উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে দলটির ভেতরে।
এমন পরিস্থিতিতে সেপ্টেম্বরে ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে এক দফার আন্দোলনকে চূড়ান্ত ধাপে রূপ দেয়ার চিন্তা ভাবনা হাইকমান্ডের। পাশাপাশি সরকারের একতরফা নির্বাচনও রুখে দিয়ে লড়াইয়ে টিকে থাকতে চায় বিএনপি।
৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ উপলক্ষে আজ বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। এর আগে আজ সকাল সাড়ে ১০টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবে দলটি।
এদিন সারাদেশের ইউনিটগুলোতে নিজ নিজ সুবিধা অনুযায়ী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। ইউনিটগুলো নিজেদের সুবিধাজনক সময়ে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।
খুলনায় কর্মসূচি : প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বিকেল সাড়ে ৩টায় দলীয় কার্যালয়ের সামনে জমায়েত এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের হবে। খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে এসব কর্মসূচি পালন করবে। দিবসটিতে খুলনার রাজপথ দখলে রেখে হামলা, মামলা, নির্যাতনের ঘটনার জোরালো প্রতিবাদ জানিয়ে এক দফার দাবি জানাবে বিএনপি।
আজ সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোসহ বিএনপি প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত যে সকল নেতা-কর্মী শাহাদাৎ ও মৃত্যুবরণ করেছেন তাদের মাগফিরাত বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ দীর্ঘায়ু কামনায় দোয়া করা হবে। বিকেল ৩টায় প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের হবে।