শনিবার, ২৭ জুলাই ২০২৪
১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

জবি হোক সাফল্যের সিড়ি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ৩, ২০২৩

জবি হোক সাফল্যের সিড়ি
“জগন্নাথ বিশ্ববিদ্যালয়” ২০০৫ সালে প্রতিষ্ঠিত
 বাংলাদেশের একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়। ২০০৫ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার আগে ১৮৮৪ সালে বাংলাদেশের অন্যতম প্রাচীন কলেজ হিসেবে এটি তার যাত্রা শুরু করে। সত্যি বলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য (শিক্ষা, ঈমান, শৃঙ্খলা) আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছে। আমি মনে করি একজন পরিপূর্ণ মানুষ হতে গেলে শিক্ষা ঈমান এবং শৃঙ্খলার মিশ্রণ থাকা খুবই জরুরী। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, ইতিহাস ও ঐতিহ্য এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাকে আকর্ষিত করার অন্যতম হাতিয়ার। এডমিশন টাইমের প্রথম দিকে আমি পড়াশোনা নিয়ে অতটা সিরিয়াস ছিলাম না। কিন্তু সময়ের সাথে সাথে যখন বাস্তবতা বুঝতে শুরু করি তখন প্রাণপণে পড়াশুনা শুরু করি। যার ফলশ্রুতিতে আজ আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৮তম ব্যাচের একজন শিক্ষার্থী। একজন নবীন শিক্ষার্থী হিসেবে আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় নিয়ে আমার আশা-আকাঙ্ক্ষার কমতি নেই। প্রথমত বিশ্ববিদ্যালয় পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করা এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় শ্রদ্ধেয় শিক্ষক এবং শ্রদ্ধেয় বড় ভাইদের সাহায্য নেওয়া। দ্বিতীয়ত ভাল একাডেমিক ফলাফলের পাশাপাশি ভালো ব্যবহার এবং ভালো কাজের দ্বারা নিজেকে একজন যুগোপযোগী ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা। সর্বোপরি আমার তীব্র আকাঙ্ক্ষা আমি যেন বাবা-মায়ের মুখ উজ্জ্বল করে দক্ষ মানবসম্পদের রূপান্তরিত হয়ে দেশের জন্য কিছু করতে পারি।

নাম : রাফীদ আদ-দ্বীন রাঈম
বিভাগ : গণযোগাযোগ ও সাংবাদিকতা
ব্যাচ : ১৮তম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
0 Comments