শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আশাশুনির বিভিন্ন পেশার মানুষের সাথে ডাঃ রুহুল হক এমপি'র টেলি কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, এপ্রিল ৩০, ২০২১

আশাশুনির বিভিন্ন পেশার মানুষের সাথে ডাঃ রুহুল হক এমপি'র টেলি কনফারেন্স
আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে টেলি কনফারেন্সের মাধ্যমে অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি'র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে মজগুরখালীস্থ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংসদ প্রতিনিধি ও উপজেলার শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শম্ভুজিত মন্ডলের বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় সামাজিক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি উত্তর বাইনতলা রাধাকৃষ্ণ মন্দির, জামাল নগর দাসপাড়া কালী মন্দির, বুড়িয়া (তীর্থস্থান) গির্জা, বাইনতলা উত্তর জামে মসজিদ সংস্কারের আশ্বস্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পিউস হালদার, সাধারণ সম্পাদক লালন সরকার, উত্তর বাইনতলা রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র সানা, সাধারণ সম্পাদক সুব্রত কুমার সানা, মজগুরখালি শিবো মন্দিরের সভাপতি অনিল কৃষ্ণ মল্লিক, জামাল নগর কালি মন্দিরের সভাপতি অশোক দাস, সাধারণ সম্পাদক শম্ভু গোলদার, প্রধান শিক্ষক কালী কিংকর হালদার, প্রভাষক বরুণ মল্লিক প্রমুখ।
0 Comments