রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন
ঐতিহ্যবাহী ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ,ফু্লবাড়ী , বটিয়াঘাটা, খুলনা এর আগামী ২ বছরের জন্য পূর্নাংগ ম্যানেজিং কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে গত ২৭ মার্চ ।
ম্যানেজিং কমিটি নিম্ন রুপ।
১)আব্দুল আহাদ শেখ, সভাপতি 
২)পংকজ বৈরাগী  ,সদস্য সচিব
৩)আব্দুল হাই ,অভিভাবক সদস্য
৪)মোঃ আরাফাত শেখ, অভিভাবক সদস্য
৫) মোঃ জামাল জোয়ার্দার, অভিভাবক সদস্য
৬) মোঃ শরিফুল ইসলাম, অভিভাবক সদস্য
৭)ছায়রা বেগম ,সংরক্ষিত অভিভাবক সদস্য 
৮) মোঃ রিকাউন শেখ ,দাতা সদস্য
৯)সন্জয় মন্ডল, শিক্ষক প্রতিনিধি 
১০) শারাফাত জোয়ার্দার, শিক্ষক   প্রতিনিধি
১১) গীতা রানী বিশ্বাস, সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি।
এলাকাবাসী সতস্পুর্ত ভাবে তাৎক্ষণিক ফুলের মালা ও ফুলের ভালী দিয়ে সম্ভার্ধনা জানিয়েছেন। এবং তাদের সু সাস্হ ও দ্বীর্ঘায়ূ কামনা করেন।
0 Comments