শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পালিয়ে বাংলাদেশে মিয়ানমারের আরও ৩ সেনা, আশ্রিতের সংখ্যা বেড়ে ১৮০

অনলাইন ডেস্ক | আপডেট: শনিবার, মার্চ ৩০, ২০২৪

পালিয়ে বাংলাদেশে মিয়ানমারের আরও ৩ সেনা, আশ্রিতের সংখ্যা বেড়ে ১৮০
রাখাইনে বিদ্রোহীদের হামলায় টিকতে না পেরে জান্তা বাহিনীর আরও সেনা বাংলাদেশে পালিয়ে এসেছে। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু কোনার পাড়ার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। টহলরত ১১ বিজিবি জোয়ানরা  তাদের তুমব্রু বিওপিতে নিয়ে যান।

এ সীমান্তে দায়িত্ব পালন করা ৩৪ বিজিবি অধিনায়কের ব্যবস্থাপনায় তাদের ১১ বিজিবির অধীনে নাইক্ষ্যংছড়ির সদরের বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে মিয়ানমার জান্তার আগের ১৭৭ সদস্যের সঙ্গে রাখা হয়েছে। এতে পালিয়ে আসা জান্তা সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮০ জনে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ১৭৭ জনকে আগামী ৫ এপ্রিল বা ৭ এপ্রিলের মধ্যে ফেরত পাঠানোর যে তোড়জোড় শুরু করা হয়েছিল পালিয়ে আসা নতুন এ তিন  সেনার  কারণে সে প্রক্রিয়ায় কিছুটা জটিলতা সৃষ্টি হয়ে গেছে।

বান্দরবানের জেলা প্রশাসক মো. মুজাহিদ উদ্দিন বলেন, এরা ৩ জনই সেনা সদস্য বলে জানা গেছে। এদের আগের ১৭৭ জনের সঙ্গে নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। অন্য বিষয়টি (মিয়ানমারে ফেরত পাঠানো) পরে জানা যাবে।
0 Comments