শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দাম কমল এলপি গ্যাসের

অনলাইন ডেস্ক | আপডেট: বুধবার, এপ্রিল ৩, ২০২৪

দাম কমল এলপি গ্যাসের
টানা কয়েক দফা বাড়ানোর পর অবশেষে কমেছে রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৮২ টাকা থেকে ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ বুধবার (০৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থাটি, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এর আগে গত ৩ মার্চ টানা অষ্টম মাসের মতো ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া গত ৪ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। গত ২ জানুয়ারি ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
0 Comments