রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শ্যামনগরে জ্বালানী সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪

শ্যামনগরে জ্বালানী সিন্ডিকেট
মাসুদ হাসানঃ
সমগ্র বাংলাদেশে জ্বালানি তেলের দাম  কমে গেলেও মানতে নারাজ বংশীপুর পাম্প কর্তৃপক্ষ। কারন পুরাতন তেল থাকায় নতুন তেল  না আসা পর্যন্ত দাম কমাতে পারবে না তারা। দাম বাড়লে পাম্প কর্তৃপক্ষ সাথে সাথে দাম বাড়িয়ে দেয়, আর দাম কমলে বলে নতুন তেল আসে নাই।
পাম্প কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলে্লে, তারা বলেন - আমাদের পাম্পে পুরানো তেল মজুদ থাকায় আমরা এখন দাম কমাতে পারছি না। আগের দরেই বিক্রি হবে, পরবর্তীতে আবার জালানি তেল আসলে তখন দাম কমানো হবে। এ নিয়ে জনমনে রোষানল সৃষ্টি হচ্ছে। এ নিয়ে একধিক গ্রাহকের সাথে মতবিনিময়ের মাধ্যমে জানা যায় যে- যখন দাম বৃদ্ধি পায়, তখন তো আগের কম দামে বিক্রি করে না। ঠিকই নুতন বৃদ্ধির দাম রাখা হয়, কিন্তুু এখন কম হবে না কেন?
0 Comments