রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বটিয়াঘাটা হাটে কোন দুর্নীতি হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪

বটিয়াঘাটা হাটে কোন দুর্নীতি হচ্ছে না
নিজস্ব সংবাদদাতাঃ
বটিয়াঘাটা ঐতিহ্যবাহী হাট অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে ইজারা কার্যক্রম সুন্দর ভাবে চলছে। 
বটিয়াঘাটা উপজেলা সদর এলাকায় অবস্থিত বচিয়াঘাটা হাটের স্থায়ী বাসিন্দা অজয় সাহা বলেন, আমাদের দৃষ্টিতে হাটে কোন অব্যবস্থাপনা নেই। কোন জোর জুলুম নেই। অতিরিক্ত বেআইনি কোন খাজনা আদায় হচ্ছে না। বটিয়াঘাটে হাটে আসা চারো বিক্রেতা অমূল্যকুমার জানান এখানে খাজনা আদায় নিয়মমাফিক হচ্ছে বলে আমরা জানি। কোন প্রকার ভয় ভীতি বা অনিয়ম হচ্ছে না। 
বটিয়াঘাটা বাজার কমিটির পক্ষ থেকেও কোন অনিয়ম না হওয়ার পক্ষেই জানিয়েছেন সূত্রটি। 
এদিকে হাট নিতে না পারায় একটি কুচক্রী  মহল নানাভাবে বিভিন্ন অসত্য তথ্য সরবরাহ করে হার্ট ইজারাদার আসলাম এর ভাবমূর্তি নষ্ট করছে বলে অপর একটি সূত্র জানায়। এ ব্যাপারে হাট ইজারাদার আসলাম জানান আমরা সকল নিয়মকানুন এর মধ্যেই আছি। একটি মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে আমাদের সুনাম নষ্ট করার জন্য। তবে হাটে কোন সমস্যা হলে তিনি তাৎক্ষণিকভাবে তাকে জানানোর আহ্বান জানিয়েছেন।
0 Comments