রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

তিন দেশের রাষ্ট্রদূতসহ ২৪ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

অনলাইন ডেস্ক | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪

তিন দেশের রাষ্ট্রদূতসহ ২৪ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
দেশের গুরুত্বপূর্ণ একাধিক প্রতিষ্ঠান, সংস্থা ও তিন দেশের রাষ্ট্রদূতদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তার সংখ্যা ২৪ জন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভুঁইয়া, ইরাকের রাষ্ট্রদূত মো. ফজলুল বারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদসহ ২৪ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্তানুসারে নিম্নবর্ণিত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
0 Comments