বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফু ওয়াং ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন আটক

অনলাইন ডেস্ক | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ১, ২০২৪

ফু ওয়াং ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন আটক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন আটক হয়েছেন। তিনি এমারেল্ড অয়েল ও ফু-ওয়াং ফুডসের শেয়ার করসাজির জন্য পুঁজিবাজের বিভিন্ন সময়ে বিতর্কিত হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ময়মনসিংহের একটি আদালত এক প্রতারণা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার আসল নাম মোঃ মামুন মিয়া। জাপানী পাসপোর্ট অনুযায়ী মিয়া মামুন ওরফে মোঃ মামুন মিয়া। তার পিতা নোয়াব মিয়া, মাতা ফিরোজা বেগম, জাপানী পাসপোর্ট নং টিএস-০৭৩৩২৯৮, বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র নং ৯৫৮৪৫৭৯১৬৪।

LankaBangla securites single page
মিয়া মামুন মিনোরি বাংলাদেশের কর্ণধার। এই প্রতিষ্ঠানটি শেয়ারবাজারের এমারেল্ড অয়েল ও ফু-ওয়াং ফুডসের শেয়ার কিনে মিয়া মামুন প্রতিষ্ঠান দুটির নিয়ন্ত্রন নেয়। এর ফলে তিনি ফু-ওয়াং ফুডসের ব্যস্থাপনা পরিচালকের দায়িত্ব হাতিয়ে নেন বলে অভিযোগ আছে।

বনানী থানার ডিউটি অফিসার জানান, ময়মনসিংহে হওয়া একটি প্রতারণা মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। রোববার (২৯ সেপ্টেম্বর) জাপান থেকে দেশে ফিরেছেন তিনি। পরে সকালে তাকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে চালান দেয়া হয়েছে।

বিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সেন্টু আলম খান গণমাধ্যমে বলেন, প্রতারণা মামলায় গ্রেফতার মিয়া মামুনের তিনটি পাসপোর্ট এবং বাংলাদেশের পাশাপাশি জাপানের নাগরিকত্ব বিবেচনায় তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
0 Comments