শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় নাহিদ

অনলাইন ডেস্ক | আপডেট: শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় নাহিদ
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাহিদ ইসলামের নাম। গতকাল ২ অক্টোবর ‘টাইম ১০০ নেক্সট ২০২৪’ শিরোনামে এই তালিকা প্রকাশ করা হয়।  

নাহিদ ইসলাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। 

নাহিদ ইসলাম সম্পর্কে টাইম লিখেছে, ‘সমাজবিজ্ঞানে স্নাতক ২৬ বছর বয়সী নাহিদ বাংলাদেশের সাম্প্রতিক গণ-আন্দোলনের অনেক নেতার মধ্যে অন্যতম। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পর সাধারণ মানুষের কাছে তাঁর পরিচিতি বাড়তে থাকে।’ 

টাইম আরো লিখেছে, ‘মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জেন–জি’র দুজন উপদেষ্টার একজন নাহিদ। ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, এখন তা মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে।’

নাহিদ টাইমকে বলেন, ‘আমাদের নতুন প্রজন্মের ভাবনা ও প্রবণতা বুঝতে হবে। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার অবসান হতে হবে এবং আমাদের সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন।’ 

প্রতিবছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির এই তালিকা প্রকাশ করে মার্কিন সাময়িকী টাইম। ১৯৯৯ সাল থেকে প্রতিবছর এই তালিকা প্রকাশিত হচ্ছে।
0 Comments