ফ্যাসিবাদের দোসরদের নির্মূল করার আগ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ)। বুধবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
’৭২-এর সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের দাবিতে জাতীয় ঐক্যের ডাকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাসির উদ্দিন বলেন, ‘এখনো বঙ্গভবনে স্বৈরাচারদের দেখতে পাচ্ছি। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে এই বৃহত্তর ঐক্যের ডাক দিচ্ছি। কোনো রাজনৈতিক দল যদি জাতীয় ঐক্যে না আসে তাহলে তাদের বাদ দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে তার সমাধান করব। আমরা গোলটেবিল বৈঠক চাই না। রাজপথে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি। তাই কোনো রাজনৈতিক দল না আসলেও জনগণকে সঙ্গে নিয়ে সংবিধান ও রাষ্ট্রপতির ইস্যুতে আমরা রাজপথে সমাধান করব।’
শিক্ষার্থীদের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছি, তারা ছাত্রলীগের প্রশ্নে আপসহীন। গত ১৬ বছরে দেশের ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগ যে নৃশংসতা করেছে, সেখানে আগামীতে ছাত্রলীগের পুনর্বাসনের ন্যূনতম কোনো সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ জঙ্গি সংগঠন হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য যত ধরনের কম্পোনেন্টস প্রয়োজন, সবগুলো সংগঠনের রয়েছে। তারা বিভিন্ন জায়গায় মিছিল করছে। ঢাবিতেও তারা মুখোশ পরে মিছিল করেছে। আপনারা যেখানেই তাদের দেখবেন নৈতিক জায়গা থেকে তাদের শক্ত হাতে প্রতিহত করবেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে।’
জাতীয় ঐক্যের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির সদস্য মনজুর আল মতিন, আরিফুল ইসলাম আদিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদসহ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।