শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

শ্যামনগরে মাদার নদীতে অবৈধভাবে বালু উত্তোলন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

শ্যামনগরে মাদার নদীতে অবৈধভাবে বালু উত্তোলন
মোঃ মাসুদ হাসান, শ্যামনগরঃ
শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মাদার নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রভাব শালী ব্যাক্তিবর্গ। এর এক পাশে সুন্দরবন ও অপর পাশে জনবসতি। প্রায় শতাধিক গরীব অসহায় পরিবারের বসবাস। বালু উত্তোলন এর ফলে ভুমি ধসে পঞ্চ নদীর মোহনায় বিলীন হওয়ার আশংকা। এ নিয়ে উত্তোলন কারী নৌকার মালিক মোঃ মজিদ মিয়ার সাথে কথা বলে জানা যায় বিজিবি কৈখালী এর আদেশে এ বালু উত্তোলন করছে। কিছুদিন আগেও ফরেস্ট কৈখালী ও টেংরাখালী এখান থেকে বালু উত্তোলন করে। এ বিষয়ে রায়নগর নৌ-পুলিশ ও শ্যামনগর থানায় মোবাইলে অভিযোগ জানালে দায়িত্বরত কর্মকর্তারা জানান  এটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে। এরপর  যোগাযোগ করা হয় শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি বলেন বিষয়টি দেখছি, কিন্তুু তিনি নিরবতা দেখিয়ে যান। এরপর যোগাযোগ করা হয় সাতক্ষীরার ডিসি সাহেবের সাথে। তিনি বলেন দেখছি বিষয়টা। তিনি ও নিরবতায় ভরাডুবি। এতটা অভিযোগের পরে চলছে বালু উত্তোলন। জনগণের প্রশ্ন কোথায় অভিযোগ জানালে এর সমাধান হবে? নাকি সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালী ব্যাক্তির উচ্চাকাঙ্খায় পঞ্চ নদীর মোহনায় হারিয়ে যাবে শত পরিবার? সরকারের কাছে এলাকাবাসীর আবেদন অসহায় মানুষের বসবাস এর জায়গায় এভাবে অবৈধভাবে বালু উত্তোলন অবিলম্বে বন্ধের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করে সাধারণ মানুষের ৩ নং মৌলিক অধিকারের বিষয় নিশ্চিত করা।
0 Comments