শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

খুমেক হাসপাতালে অচল অবস্থায় এক্সরে মেশিন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, নভেম্বর ৬, ২০২৪

খুমেক হাসপাতালে অচল অবস্থায় এক্সরে মেশিন
রফিকুল ইসলামঃ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে x ray ল্যাবে দুটি মেশিন অকার্যকর হয়ে পড়ে আছে দীর্ঘ পনেরো দিনের ও বেশি,তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে।   সেবা থেকে বঞ্চিত  হচ্ছে জরুরী সেবা নিতে আশা অনেক রুগী, বঞ্চিত হচ্ছে বাংলাদেশ  সরকারের রাজস্ব আয়, এহেন পরিস্থিতিতে  রুগীদের সেবা সহ পুলিশ কেচের  সার্টিফিকেট  নিয়ে  পড়ে আছে মহা বিপদে,  কবে কাটবে এই মহা ভগান্তির অবসান ও কবে মিলবে হাত,পা, বিভন্ন অঙ্গ প্রত্যাঙ্গ ভাঙ্গা  আহাজারি মানুষের আর্তনাদ, বিশেষ প্রয়োজনে x ray এর জন্য যেতে হচ্ছে অঙ্গ ভাঙ্গা ঐ আর্তনাদ রুগী দের বিভিন্ন  ক্লিনিকে, সময় ক্ষেপন সহ গুনতি হচ্ছে রুগী ও রুগী র স্বজনদের পকেটের অতিরিক্ত টাকা, এ বিষয় কর্তৃপক্ষের কাছে জানতে চাহিলে, জবাবে বলেন আমাদের হাসপাতালে X-ray রুমে  দুই টা মেশিন, তার একটা অনেক দিন যাবৎ নস্ট হয়ে আছে, আর একটি দিয়ে আমরা রুগী দের কে সেবা দিয়ে  আসছিলাম, গত ১৭/১০/২৪ তারিখে সেটাও অকার্যকর হয়ে যায়,সাথে  সাথে  x ray ফ্লিম  না থাকায়  সব সেবা বন্ধ হয়ে যায়। বিষয় টি পরিচালক সাহেবকে  জানানো হলে  তিনি দীর্ঘদিন অফিসে না থাকায়  সমাধান মেলেনি,  বর্তমান অস্থায়ী  পরিচালক হিসাবে ডা: মহাসিন আলী ফরাজি দায়িত্ব ভার গ্রহন করেন।  তিনি এবিষয়ে দ্রুত সমাধানের  ব্যাবস্থা করার আশ্বাস  দেন।
0 Comments