বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কয়রায় সাংবাদিক সহ পরিবারের উপর মিথ্যা ও হয়রানি মুলক মামলা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, নভেম্বর ১০, ২০২৪

কয়রায় সাংবাদিক সহ পরিবারের উপর মিথ্যা ও হয়রানি মুলক মামলা
খুলনার কয়রা উপজেলার একটি চিহ্নিত চক্র সাংবাদিক মনিরুজ্জামান এর পরিবার সহ সাধারণ মানুষের বিরুদ্ধে হয়রানি ষড়যন্ত্রমূলক মামলা হামলা লুটপাট, ভূমি দখল সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিজেরা অপকর্ম করে আবার অন্যদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চক্রান্তে লিপ্ত আছে।  

এ বিষয়ে খুলনার একটি অভিজাত হোটেলে এক লিখিত সাংবাদিক সম্মেলনে বলা হয়, বিএনপি থেকে  বহিষ্কৃত   কিছু নেতা কর্মী ও আওয়ামীপন্থীরা মিলেমিশে  দীর্ঘদিন মানুষের জানমাল সহ এমন কি জীবন নাশের হুমকি দিয়ে  বিভিন্ন ভাবে চাঁদাবাজ সহ বিভিন্ন কর্ম কান্ডের সাথে জড়িত আছে। তাদের কে প্রতিহত করতে গেলে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দেন এই গ্রুপের লোকজন। এদের কিছু নামধারী সন্ত্রাসী বিগত আওয়ামী লীগের গড ফাদার কয়রা সদরের পলাতক চেয়ারম্যান বাহারুলের ছত্রে ছায়ায় লালিত পালিত ছিল।এবং তার হুকুমে এ সমস্ত ঘটনা ঘটে আসছে বলে জানা যায়। গডফাদার চলে যাওয়ায় তারা এখন নতুন সর্দার  বিএনপির বহিষ্কৃত দলের সঙ্গে মিশে সেই রাজত্ব কায়েম করতে থাকে। তাদের এই কর্ম কান্ডের প্রকাশ পাইলে উদুর পিন্ডি বুদুর ঘাড়ে চাপানোর চেষ্টা করে।  তাদের এই ঘটনা  সাংবাদিকদের নজরে আসলে  সাংবাদিক মনিরুজ্জামান মনি র নামে  মিথ্যা ও হয়রানি মুলক মামলা দায়ের করে। এহেন  কর্ম কান্ডের তীব্র নিন্দা ও পতি বাদ জানিয়ে  সাথে সাথে  মিথ্যা মামলা প্রত্যাহার সহ তাদেরকে  আইনের আওতায় এনে বিচারের সুনিশ্চিত  ও জোর দাবি জানাচ্ছি। এ রিপট লেখা পর্যন্ত    চিহ্নিত সন্ত্রাসী  হওয়ায় থানায় কোন মামলা রেকর্ড করতে পারে নাই বলে জানা যায়।
0 Comments