সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে সালেহা হাফেজ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

সুবিধাবঞ্চিত মানুষের পাশে সালেহা হাফেজ ফাউন্ডেশন
সুবিধাবঞ্চিত মানুষের পাশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সালেহা  হাফেজ ফাউন্ডেশন। আর্ত মানবতার সেবায় সালেহা হাফেজ ফাউন্ডেশন আজ একটি স্বনামধন্য  প্রতিষ্ঠান। মানুষের কল্যাণ করা যে প্রতিষ্ঠানের ব্রত। সূত্রমতে, কোভিড ১৯ এর সময় জীবনের ঝুঁকি নিয়ে ফাউন্ডেশন এর কর্মীরা মুমূর্ষ রোগীদের অক্সিজেন  সাপোর্ট দিয়ে ব্যাপক নন্দিত হয়। দিনের পর দিন মাসের পর মাস অসহায় গরীব রোগীদের নীরবে নিভৃতে সেবা দিয়ে যায় এ প্রতিষ্ঠানটি। সালেয়া হাফেজ ফাউন্ডেশন প্রতি শুক্রবার জুম্মা বাদ প্রায়  ৩শ থেকে ৪শ গরিব অসহায়  লোকদের পেট পুরে দুপুরের আহার করায়। রোগ আক্রান্তদের বিনামূল্যে ওষুধ সামগ্রী বিতরণ ও চিকিৎসা দেওয়া হয়। সালেহা হাফেজ ফাউন্ডেশন মানেই অভাবি মানুষের পাশে দাঁড়ানো। সালেহা ফাউন্ডেশন মানেই অচল মানুষের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা। ফাউন্ডেশন মানেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেয়া।
সালেহা ফাউন্ডেশন মানে মাদ্রাসা ও এতিমখানার অর্থ এবং খাদ্য সহায়তা করা। সালেহা  ফাউন্ডেশন এর পক্ষ থেকে নানামুখী সমাজ সেবামূলক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। সদর আসনের সাবেক এমপি দানবীর বলে খ্যাত আলী আসগর লবী তার মাতা ছালেহা হাফেজের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সকল কর্মকান্ড অব্যাহত রেখেছে।প্রচার বিমুখ এই সালেহা ফাউন্ডেশন এর মাধ্যমে হাজার হাজার অসহায় গরিব মানুষ প্রতিনিয়ত সেবা নিচ্ছেন।
0 Comments