শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় আ.লীগ নেতা সোহাগকে কারাগারে প্রেরণ

অনলাইন ডেস্ক | আপডেট: সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪

খুলনায় আ.লীগ নেতা সোহাগকে কারাগারে প্রেরণ
খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মো. মুন্সী মাহবুব আলম সোহাগকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম বলেন, তাকে আমরা গত কয়েকদিন ধরে খুঁজছি। গোপন সংবাদের মাধ্যম আমরা জানতে পারলাম যে তিনি নগরীর তারেরপুকুর এলাকার হাজী মেহের আলী সড়কের একটি বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নিয়মিত মামলাও রয়েছে। তাছাড়া হত্যাসহ বিএনপি অফিস ভাংচুর এবং খালিশপুর থানা বিএনপি নেতার বাড়ি ভাংচুরের অভিযোগ রয়েছে। রাতে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু কোন জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।

এদিকে সোমবার দুপুর দেড়টায় কড়া নিরাপত্তায় তাকে মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ লোকজন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
0 Comments