মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলংকা ঘুরে দাঁড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

শ্রীলংকা ঘুরে  দাঁড়িয়েছে
দর্শকের গ্যালারি থেকে রিপন তরফদার নিয়াম 

সবাই বলে বাংলাদেশ শ্রীলংকা হয়ে গেছে । বিষয়টি যদি সেরকম হতো মনে হয় ভাল হতো কলম্বো এসে তাই মনে হলো । বৃটিশরা শাষন করে শোষন করে গড়ে রেখে যাওয়ার পর তারা যেভাবে নিজেদের কে সাজিয়ে গুছিয়ে রেখেছে তা দেখার মত এবং উপলব্ধি করবার মত । রাস্তায় কোন গাড়ির শব্দ নাই যে যার যার লেন ধরে থামছে কেউ আমাদের দেশের মত  ( ভিআইপি ) রাস্তার উল্টো দিক দিয়ে সাইরেন বাজিয়ে চলছে না । সিগন্যাল মানে গাড়ি বন্ধ । ট্রাফিকের ও কোন কষ্ট নেই । তারা শিক্ষায় আমাদের থেকে অনেক এগিয়ে । তারা আবারও যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটা অনুকরনীয় । জানিনা আমরা নিজেরা অন‍্যের সমালোচনা বাদ দিয়ে নিজেরা কবে মানুষ হবো ।

লেখক
রিপন তরফদার নিয়াম 
সম্পাদক মন্ডলীর সভাপতি 
দৈনিক গণমুক্তি 
সম্পাদক ও প্রকাশক 
ডেইলি মর্নিং ভয়েস 
চেয়ারম্যান 
আনান গ্রুপ অব কোম্পানিজ
0 Comments