মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় উপজেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, জানুয়ারী ২০, ২০২৫

ডুমুরিয়ায় উপজেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত
শাহজাহান জমাদ্দারঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের অধীনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের খুলনার ডুমুরিয়া উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের আয়েজনে ডুমুরিয়া উপজেলা মডেল রিসোর্স সেন্টার কার্যালয়ের হলরুমে (২০ জানুয়ারী) সোমবার দুপুর ২ টায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে ও উপজেলা মডেল রিসোর্স সেন্টারের ফিল্ড সুপারভাইজার মোঃ শাহজাহান আলম’র সঞ্চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলনে প্রধান অতিথির আলোচনা প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার।
বিশেষ অতিথির বক্তব্য দেন,ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আশরাফ আলী,মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের খুলনা বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মোঃ তাওহিদুর রহমান,জেলা কার্যালয়ের জেনারেল শাখার সহকারী মোঃ শাহজাহান আলী,ফিল্ড সুপারভাইজার মোঃ আঃ গফ্ফার, ডুমুরিয়া উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মোঃ আব্দুল মালেক,ডুমুরিয়া উপজেলা মডেল রিসোর্স সেন্টারের মডেল কেয়ারটেকার মোঃ সাইদুর রহমান,সাধারণ কেয়ারটেকার মোঃ আব্দুল গফুর,মোঃহাফিজুর রহমান হাফিজ,মোঃ নাজমুল ইসলাম,মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।এছাড়া প্রাক- প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষাস্তরের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
0 Comments