বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

টাকার অঙ্কেও ইতিহাস গড়ল ইউসিএল চ্যাম্পিয়ন পিএসজি

অনলাইন ডেস্ক | আপডেট: রবিবার, জুন ১, ২০২৫

টাকার অঙ্কেও ইতিহাস গড়ল ইউসিএল চ্যাম্পিয়ন পিএসজি

গত মৌসুম পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ৩২টি দল নিয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল। এবারের ২০২৪-২৫ মৌসুম থেকে সেটি ৩৬–দলে পরিণত হয়। বিস্তৃত আকার নিয়ে বদলে যায় টুর্নামেন্টের ফরম্যাটও। যার প্রভাব পড়েছে চ্যাম্পিয়ন্স লিগের প্রাইজমানিতে। ২.১৯ বিলিয়ন থেকে বেড়ে ইউসিএলের প্রাইজমানি দাঁড়ায় ২.৭১ বিলিয়ন ডলারে। ফলে ইন্টার মিলানকে হারিয়ে ইতিহাসগড়া পিএসজিও টাকার অঙ্কে ইতিহাস গড়ে ফেলেছে।

মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় একপেশে ফাইনালে ইন্টারকে ৫-০ গোলে হারিয়ে নিজেদের ট্রফি ক্যাবিনেটে পিএসজি যোগ করল নতুন এক শিরোপা। সেইসঙ্গে নিশ্চিত হলো তাদের ট্রেবল শিরোপাও। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ফাইনালের ইতিহাসে এর আগে কোনো দল ৫ গোলের ব্যবধানে জেতেনি। একইভাবে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই ইতিহাস গড়ল দলীয় পুরস্কারেও। কেবল চ্যাম্পিয়ন হয়েই তাদের পকেটে ঢুকছে ২৭.৮ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩৩৯ কোটি ৫১ লাখ টাকা। এ ছাড়াও বিভিন্ন পর্বে ম্যাচপ্রতি জয়ের হিসাব রয়েছে।

বাংলাদেশি মুদ্রায় এবারের ইউসিএলে মোট প্রাইজমানির পরিমাণ প্রায় ৩৩ হাজার ৯৬ কোটি টাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি সর্বোচ্চ প্রাইজমানি। যা গতবার ছিল ২৬ হাজার ৭৪৬ কোটি টাকা, অর্থাৎ এবার মোট বাড়ল ৭ হাজার কোটিরও বেশি। কেবল চ্যাম্পিয়ন হওয়ার সুবাদেই পিএসজি ৩৩৯ কোটি ৫১ লাখ টাকা এবং রানার্সআপ হওয়া ইন্টার ২৫৪ কোটি টাকা। পিএসজি গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের (২৬২ কোটি ৫৭ লাখ) চেয়ে আরও ৭৭ কোটি টাকারও বেশি পাচ্ছে।

0 Comments