অনলাইন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিন মাসেরও কম সময়ের মধ্যে লন্ডন থেকে দেশে ফিরছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৪ জুন) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া ওরফে তারিক চয়ন। সেই ভিডিওতে সালাহউদ্দিন আহমদ তারেক রহমানের দেশের ফেরার এই তথ্য দিয়েছেন।
ভিডিওতে উপস্থাপিকা বলেন, আরেকটি প্রশ্ন না যেটি না করলে না, অনেকেই অপেক্ষায় আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে আসবেন? এই প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেছেন, এখন বলতে পারি যে উনি খুব শিগগিরই ফিরবেন ইনশাল্লাহ, তবে দিন তারিখ বলতে পারবো না।
এ সময় প্রশ্নকারী বলেন তিন মাসের মধ্যে, এর উত্তরে সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারও আগে।
প্রকাশকঃ প্রফেসর ডাঃ আ ফ ম রুহুল হক
সম্পাদকঃ আবু হেনা মুক্তি
যোগাযোগঃ ঢাকা অফিসঃ ট্রমা সেন্টার ৩য় তলা, মিরপুর রোড, শ্যামলী, ঢাকা।
খুলনা অফিসঃ ৯, মির্জাপুর রোড, খুলনা।
সাতক্ষীরা অফিসঃ নলতা হাসপাতালের ৩য় তলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। মোবাইলঃ ০১৭১১-২৮০০৪১,
E-mail : editor@news24ghonta.com, info@news24ghonta.com
© ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ ২৪ ঘন্টা | কারিগরি সহযোগিতায় পিকো সিস্টেম লিমিটেড
এই ওয়েবসাইটের যে কোনো কনটেন্ট অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ