অনলাইন ডেস্ক | আপডেট: শুক্রবার, জুন ৬, ২০২৫
পশু কোরবানি, জামারাতে পাথর নিক্ষেপ ও ফরজ তাওয়াফের মধ্য দিয়ে শেষ হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। হজের তৃতীয় দিনে আজ শুক্রবার (৬ জুন) সকাল হতে মক্কা থেকে পূর্বে মিনায় জমায়েত হয়েছেন হাজিরা। মিনায় তিন জামরাতে হাজিরা শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করবেন। পরে কোরবানি ও চুল কাটার মধ্য দিয়ে ইহরাম থেকে মুক্ত হয়ে শেষ হবে হজের মুল আনুষ্ঠানিকতা। এরপর মক্কায় গিয়ে তাওয়াফে জিয়ারত শেষে আবার মিনায় ফিরে আসবেন হাজিরা। এরপর পর্যায়ক্রমে আরও তিন দিন মিনায় অবস্থান করে শয়তানকে তিনটি পাথর নিক্ষেপ করবেন হাজিরা।
এর আগে গত বুধবার থেকে মিনায় হাজিদের অবস্থানের মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। বৃহস্পতিবার মিনা থেকে দক্ষিণ-পূর্বে আরাফাতের ময়দানে হাজির হন তাঁরা। সেখানে হজের খুতবার সঙ্গে জোহর ও আসরের নামাজ একত্রে জামায়াতে আদায় করেন তাঁরা। সারা দিন আরাফাতে ইবাদতে কাটানোর পর সন্ধ্যায় তাঁরা আরাফাত ও মিনার মাঝামাঝি মুজদালিফায় গিয়ে রাত্রিযাপন করেন। সেখানে তাঁরা একত্রে মাগরিব ও এশার নামাজ আদায় করেন।
গত ২৬ মে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায় সৌদি আরবে। সে সময় দেশটির সুপ্রিম কোর্ট থেকে জানানো হয় ঈদুল আজহার তারিখ। সেদিনই আদালত জানান, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ৫ জুন সৌদি আরবে পবিত্র আরাফাহ দিবস এবং ৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
প্রকাশকঃ প্রফেসর ডাঃ আ ফ ম রুহুল হক
সম্পাদকঃ আবু হেনা মুক্তি
যোগাযোগঃ ঢাকা অফিসঃ ট্রমা সেন্টার ৩য় তলা, মিরপুর রোড, শ্যামলী, ঢাকা।
খুলনা অফিসঃ ৯, মির্জাপুর রোড, খুলনা।
সাতক্ষীরা অফিসঃ নলতা হাসপাতালের ৩য় তলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। মোবাইলঃ ০১৭১১-২৮০০৪১,
E-mail : editor@news24ghonta.com, info@news24ghonta.com
© ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ ২৪ ঘন্টা | কারিগরি সহযোগিতায় পিকো সিস্টেম লিমিটেড
এই ওয়েবসাইটের যে কোনো কনটেন্ট অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ