অনলাইন ডেস্ক | আপডেট: সোমবার, জুন ৯, ২০২৫
খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও চারজন। সোমবার (৯ জুন) সকাল ৬টার দিকে খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) পশ্চিম প্রান্তে দারোগার লিজ নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইজিবাইক চালক রফিকুল ইসলাম ( ৫৬) ও যাত্রী তানজিল (১২)।
আহতরা হলেন নিহত তানজিলের বড় ভাই মোঃ জিহাদ (২৮), ট্রাকের যাত্রী মোঃ জালাল (৪৮), ট্রাকের হেল্পার মোঃ ইমন (১৬) ও ট্রাক চালক মোঃ আল আমিন (২০)।
লবণচরা থানা ক্যাম্প ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক মোঃ আব্দুর রহিম জানান, সোমবার ভোরের দিকে চাদপুর থেকে কয়েকজন খুলনায় আত্মীয়ের বাড়ি আসছিল। বাস থেকে নেমে তারা ইজিবাইকে করে রং সাইড হয়ে যাচ্ছিল। এ সময়ে বাগেরহাট থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ইজিবাইক চালক রফিকুল ইসলাম ও যাত্রী তানজিল নিহত হন।
এ সময়ে আহত হন ইজিবাইকের আরও ৪ যাত্রী। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
প্রকাশকঃ প্রফেসর ডাঃ আ ফ ম রুহুল হক
সম্পাদকঃ আবু হেনা মুক্তি
যোগাযোগঃ ঢাকা অফিসঃ ট্রমা সেন্টার ৩য় তলা, মিরপুর রোড, শ্যামলী, ঢাকা।
খুলনা অফিসঃ ৯, মির্জাপুর রোড, খুলনা।
সাতক্ষীরা অফিসঃ নলতা হাসপাতালের ৩য় তলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। মোবাইলঃ ০১৭১১-২৮০০৪১,
E-mail : editor@news24ghonta.com, info@news24ghonta.com
© ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ ২৪ ঘন্টা | কারিগরি সহযোগিতায় পিকো সিস্টেম লিমিটেড
এই ওয়েবসাইটের যে কোনো কনটেন্ট অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ