অনলাইন ডেস্ক | আপডেট: সোমবার, জুন ৩০, ২০২৫
খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
সোমবার (৩০ জুন) সকালে খুলনার হোগলাডাঙ্গা মোড়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকে ধাক্কা দিয়ে ট্রাকটি দোকানে ঢুকে গেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার কিশোর রায়হান ও জুয়েল বাবু। আহতরা হলেন- ইজিবাইকের যাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩) ও নগেন্দ্রনাথ সরকার (৭৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ট্রাকটি হোগলাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইক দুমড়ে মুচড়ে যায়। এছাড়া ট্রাকটি সড়কের পাশে থাকা একটি দোকানের মধ্যে ঢুকে যায়। দোকানটিও ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হন। গুরুতর আহত অবস্থায় ইজিবাইকে থাকা যাত্রী টিটু, চালক কবির, হাসিব, নগেন্দ্রনাথ সরকার ও জুয়েল বাবুকে উদ্ধার করে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল বাবু মারা যান।
হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, হোগলাডাঙ্গা মোড়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকে একটি ট্রাক ধাক্কা দিলে ২ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।
প্রকাশকঃ প্রফেসর ডাঃ আ ফ ম রুহুল হক
সম্পাদকঃ আবু হেনা মুক্তি
যোগাযোগঃ ঢাকা অফিসঃ ট্রমা সেন্টার ৩য় তলা, মিরপুর রোড, শ্যামলী, ঢাকা।
খুলনা অফিসঃ ৯, মির্জাপুর রোড, খুলনা।
সাতক্ষীরা অফিসঃ নলতা হাসপাতালের ৩য় তলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। মোবাইলঃ ০১৭১১-২৮০০৪১,
E-mail : editor@news24ghonta.com, info@news24ghonta.com
© ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ ২৪ ঘন্টা | কারিগরি সহযোগিতায় পিকো সিস্টেম লিমিটেড
এই ওয়েবসাইটের যে কোনো কনটেন্ট অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ