অনলাইন ডেস্ক | আপডেট: শনিবার, জুলাই ৫, ২০২৫
মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার ৩৬ বাংলাদেশির মধ্যে তিনজন এরই মধ্যে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। গণমাধ্যমকে তিনি জানান, দেশে ফেরত আসা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকি যারা ফিরবেন, তাদেরও একইভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।
ড. আসিফ নজরুল একটি গণমাধ্যমকে বলেন, তারা জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা যাচাই করা হচ্ছে। কেউ জড়িত থাকলে, দেশের নিজস্ব তদন্ত বা মালয়েশিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ ইসমাইল শুক্রবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইসলামিক স্টেট (আইএস)-এর মতাদর্শ প্রচার এবং অর্থ সংগ্রহের অভিযোগে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ওই শ্রমিকরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আইএস-এর পক্ষে প্রচারণা চালাতেন এবং সিরিয়া ও বাংলাদেশে অর্থ পাঠাতেন।
এ ব্যাপারে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া তুলে ধরে উপদেষ্টা বলেন, মালয়েশিয়া আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র। সেখানে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। এই ধরনের ঘটনায় আমাদের মতো মালয়েশিয়ার পক্ষেও উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তিনি আরও বলেন, এটি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। আমরা মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ রেখে চলেছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। দেশে ফেরত আসা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। কারও বিরুদ্ধে যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে বিচারের মুখোমুখি করা হবে।
প্রকাশকঃ প্রফেসর ডাঃ আ ফ ম রুহুল হক
সম্পাদকঃ আবু হেনা মুক্তি
যোগাযোগঃ ঢাকা অফিসঃ ট্রমা সেন্টার ৩য় তলা, মিরপুর রোড, শ্যামলী, ঢাকা।
খুলনা অফিসঃ ৯, মির্জাপুর রোড, খুলনা।
সাতক্ষীরা অফিসঃ নলতা হাসপাতালের ৩য় তলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। মোবাইলঃ ০১৭১১-২৮০০৪১,
E-mail : editor@news24ghonta.com, info@news24ghonta.com
© ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ ২৪ ঘন্টা | কারিগরি সহযোগিতায় পিকো সিস্টেম লিমিটেড
এই ওয়েবসাইটের যে কোনো কনটেন্ট অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ