রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় খুলনা-৬ আসনে বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় খুলনা-৬ আসনে বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পী
কয়রা-পাইকগাছার সুবিধাবঞ্চিত জনসাধারণের পাশে ছাত্রদল-যুবদল রাজনীতি থেকেই জনকল্যাণমূলক কাজ করেছি। জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি এবং এখনো করছি। এই দায়িত্বশীল জায়গায় থেকে বিগত দিনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে হামলা-মামলা জেল-জুলুমের শিকার নেতাকর্মীদের চিকিৎসা থেকে শুরু করে একাধিক মামলায় জামিন করেছি। এই অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য গভীর রাতেও হাসপাতাল গুলোতে ছুটে গিয়েছি। ভাঙ্গন কবলিত এই অঞ্চলের জনসাধারণের জন্য খাদ্য সহায়তা সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দ্বারে দ্বারে গিয়েছি। আল্লাহর মেহেরবানি ও নেতাকর্মী সমর্থকদের মনিকোঠায় আমাকে স্থান দেয়ার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে খুলনা-৬ আসনে যোগ্য মনে করে ধানের শীষ প্রতীক দিয়েছে। অবশ্যই ভোট বিপ্লবের মাধ্যমে দলের আস্থার প্রতিফলন ঘটাবে। দলীয় কার্যালয়ে কায়রা ও পাইকগাছা বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়ে খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য, খুলনা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী এ কথা বলেন। 

গতকাল সকাল ১১টায় খুলনা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন।

তিনি আরও বলেন, আমি এই অঞ্চলের জনসাধারণের ভোগান্তি দূর করতেই আধুনিক চিকিৎসা সেবা ও সুপেয় পানি এবং টেকসই ভেরী বাঁধ নির্মাণ নিশ্চিত করবো। আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করুন। আমি আপনাদের সন্তান হিসেবে এই অঞ্চলের জনসাধারণের ভাগ্যের উন্নয়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ। 

এদিকে কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রদল ও যুবদল নেতা এম এ হাসানের সহধর্মিণী অসুস্থ অবস্থায় খুলনায় চিকিৎসাধীন থাকায় তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান।

তিনি তার নিজ গ্রামে বাড়িতে মা ও আত্নীয়-স্বজনের দোয়া নেন। এবং তার পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
বিকেলে তিনি পাইকগাছা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান, সেখানে তার চিকিৎসার তদারকি করেন।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, রুপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুল ইসলাম, রুপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ মল্লিক, খুলনা জেলা শ্রমিকদের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, জেলা জাসাস সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মশিউর রহমান, মোল্লা আইয়ুব হোসেন, রুবেল মীর, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, দিদারুল ইসলাম দিদার, বিকাশ মিত্র, ইলিয়াস মল্লিক, শফিকুল ইসলাম বকুল, এস এম জাহাঙ্গীর, মতিউর রহমান মামুন, মিকাইল বিশ্বাস, রয়েল আযম প্রমুখ।
0 Comments