রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দাকোপ থানার ওসির মৃত্যু

অনলাইন ডেস্ক | আপডেট: সোমবার, নভেম্বর ১০, ২০২৫

দাকোপ থানার ওসির মৃত্যু

সাঈয়েদুল মুরসালিন মিরাজ:

খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, শনিবার (০৮ নভেম্বর) বিকেল ৪ টার দিকে দাকোপ উপজেলার চালনা বাজারের ভাড়া বাড়িতে থাকা অবস্থায় তিনি স্ট্রোকে আক্রান্ত হন। পরে রাতেই তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি বাংলাদেশ পুলিশে পরিদর্শক (বিপি-৮৬১১১৩৪০১৬) পদে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন।

0 Comments