শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জোরে মোটরসাইকেল চালাতে গিয়ে ৩ কিশোর নিহত

অনলাইন ডেস্ক | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ৯, ২০২২

জোরে মোটরসাইকেল চালাতে গিয়ে ৩ কিশোর নিহত
কুষ্টিয়ার সদর উপজেলায় জোরে মোটরসাইকেল চালানোর প্রতিযোগিতা করতে গিয়ে তিন কিশোর নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
জোরে মোটরসাইকেল চালাতে গিয়ে ৩ কিশোর নিহত
এস এম রাশেদ

১ মিনিটে পড়ুন

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের মোহিনীমিল এলাকার জুয়েল ও কুমাড়গাড়া এলাকার শওকত আলীর ছেলে ফারুক মিস্ত্রী ও মনোহর শেখের ছেলে রাহুল। 

গুরুতর আহত শহরতলীর চেড়হাস এলাকার বিপ্লবকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে দুটি মোটরসাইকেলে করে চার কিশোর কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এ সময় তারা একে অপরের থেকে দ্রুত যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়। এক পর্যায়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে দুটি মোটরসাইকেল কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়।

0 Comments