শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাকিতে তরমুজ না দেওয়ায় ক্রেতার ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

অনলাইন ডেস্ক | আপডেট: শুক্রবার, এপ্রিল ৯, ২০২১

বাকিতে তরমুজ না দেওয়ায় ক্রেতার ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন
নাটোরের সিংড়ায় বাকিতে তরমুজ না দেওয়ায় ক্রেতার ছুরিকাঘাতে খুন হয়েছেন তরমুজ ব্যবসায়ী জিল্লুর রহমান।
শুক্রবার (০৯ এপ্রিল) উপজেলার ইন্দ্রাসন সাতপুকুড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে সিংড়া উপজেলার ইন্দ্রাসন সাতপুকুড়িয়া বাজারের তরমুজ ব্যবসায়ী জিল্লুর রহমানের কাছে বাকিতে তরমুজ কিনতে যান বাচ্চু ঘটক নামে এক ব্যক্তি। বাকিতে দিতে রাজি না হওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে বাচ্চু ঘটক সেখানে থাকা ছুরি দিয়ে জিল্লুরকে আঘাত করে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-ই আলম সিদ্দিকী বলেন, বাচ্চু ঘটককে গ্রেফতার ধরতে অভিযান চলছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। 
0 Comments