মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় খেয়ে না খেয়ে দিন কাটছে পথশিশুদের

অনলাইন ডেস্ক | আপডেট: শুক্রবার, এপ্রিল ২৩, ২০২১

করোনায় খেয়ে না খেয়ে দিন কাটছে পথশিশুদের
করোনায় খেয়ে না খেয়ে দিন কাটছে পথশিশুদের
কেউ হয়তো কাগজ কুড়োয়। কেউবা ট্রাফিক সিগন্যাল, রেলস্টেশন, ঘাটে বিক্রি করে বেলুন, কলম, পানি কিংবা অন্যান্য টুকিটাকি জিনিস। রাত কাটে পথে পথেই। করোনার কারণে এসব পথশিশুরও জীবনেও নেমে এসেছে বিপর্যয়। খেয়ে না খেয়ে কাটছে অনেকেরই দিন। নির্ভর করতে হচ্ছে এনজিও কিংবা সরকারি সাহায্যের ওপর।

 
খাবার না পেলে কি করো ? উত্তর: ঘুমিয়ে থাকি। এভাবেই কাটছে দিন, ক্ষুধার কষ্ট গিলে খাচ্ছে ঘুম উপায়ইবা কি? লকডাউনের জীবনে। নাম জীবন হলেও, বেঁচে থাকাটাই যে এখন বড্ড দায়। হাত পেতে কিংবা চেয়ে চিন্তে যদি কিছু মেলে তাতেই তৃপ্তির ঢেকুর।

করোনার নিদারুণ কষাঘাতে সাগরের দুঃখের ঢেউ-ও খুঁজে পাচ্ছে না কূল। ছিন্ন হয়েছে সম্পর্কের সূতো আগের মতো মিলছেনা কাজও কেউ দিলে খায়, না দিলে উপোসই সই।

কমলাপুর, সদরঘাট, গাবতলী কিংবা গুলিস্তান এমনসব জায়গা জুড়ে গড়ে ওঠা পথশিশুদের রোজগেরে গল্পগুলো লকডাউনের লকে বন্দী।

এমন বয়সে হয়তো এমনটি হবার কথা ছিলোনা ,যদিও পথের গল্পে, পথটা গেছে বেঁকে।
0 Comments