শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় যাত্রা শুরু করলো আইটি প্রতিষ্ঠান “অল্টারিটি”

অনলাইন ডেস্ক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩

খুলনায় যাত্রা শুরু করলো আইটি প্রতিষ্ঠান “অল্টারিটি”

শিল্পনগরী খুলনার প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে যাত্রা শুরু করলো সফটওয়্যার / আইটি প্রতিষ্ঠান অল্টারিটি। সফটওয়্যার সাপোর্ট, ডিজিটালাইজেশন, ওয়েব ও মোবাইল এপ্লিকেশন, গেম ডেভেলপমেন্ট, এক্সপেরিয়েন্স ডিজাইন এবং অগমেন্টেড রিয়ালিটি সহ বিভিন্ন সেবা প্রদান করে থাকে ষ্টুডিও অল্টারিটি। এছাড়াও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ আইটি প্রফেশনালস তৈরিতে নিরন্তর কাজ করে চলছে অল্টারিটি। 

গতকাল শুক্রবার বেলা ১২টায় ফিতা এবং কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন আওয়ামী যুবলীগের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ। অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যাপক সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, পরেশ চন্দ্র বিশ্বাস, আব্দুল হালিম হাওলাদার বাদশা, নিউজ ২৪ ঘন্টার সম্পাদক আবু হেনা মুক্তি, যশোর জেলা বিএফডিএস এর সাধারণ সম্পাদক তবিবুর রহমান, ক্লাউড ইনস্টিটিউটের এক্সেকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ আল ফরহাদ, অল্টারিটির তিন প্রতিষ্ঠাতা তানভীর আহমেদ বিশ্বাস, সজল বিশ্বাস, তরিকুল ইসলাম লিয়ন এবং চিফ ম্যানেজমেন্ট অফিসার চার্লস চয়ন মন্ডল সহ আরো অনেকে। সকল অতিথিগণের উপস্থিতিতে প্রতিষ্ঠানের মঙ্গল এবং সাফল্য কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

0 Comments