বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আরব দেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে ফিলিস্তিনের সমর্থনে সমাবেশ

অনলাইন ডেস্ক | আপডেট: শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩

আরব দেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে ফিলিস্তিনের সমর্থনে সমাবেশ
বিভিন্ন আরব দেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে ফিলিস্তিনের সমর্থনে সমাবেশ হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে।

গাজার ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার ইরাকি বাগদাদে জড়ো হয়েছেন। অধিকৃত ফিলিস্তিনে ঘটা রক্তপাত ও অধিকার লঙ্ঘনের নিন্দা করাই এই সমাবেশের উদ্দেশ্য। সমাবেশের আয়োজক আবু কায়ান বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য দিয়েছেন।

আজকে বিভিন্ন আরব দেশেও সমাবেশ হওয়ার কথা রয়েছে। হামাস ও হিজবুল্লাহর শীর্ষ নেতারা শুক্রবারের নামাজের পরে প্রতিবাদ করার আহ্বান জানানোর পরে এ সমাবেশগুলোর আয়োজন করা হচ্ছে।

সাবেক হামাস নেতা খালেদ মেশাল গতকাল সাধারণ জনগণকে আরব ও ইসলামী বিশ্ব জুড়ে সমাবেশ করার আহ্বান জানিয়েছেন।

লেবানন, তিউনিসিয়া এবং জর্ডানে আজ এই ধরনের বেশ কয়েকটি সমাবেশের আশা করা হচ্ছে।

ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার ইরানি তেহরানের রাস্তায় নেমেছে। এএফপি নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের রাজধানীতে মিছিল করার সময় বিক্ষোভকারীরা ইরান, ফিলিস্তিন এবং হিজবুল্লাহর পতাকা নেড়েছিল। তারা ‘আমেরিকা এবং ইসরায়েলের পতন হোক’ লেখা ব্যানারও ধারণ করেছিল।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ফিলিস্তিনিদের সমর্থনে শত শত জর্ডানিয়ান নাগরিক ইসরায়েলের সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। বুধবার জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া শান্তি সম্ভব নয়।

এরপরই দেশটির রাজধানী আম্মানে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ হয়। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশেও সংহতি সমাবেশ হয়েছে।

ফিলিস্তিনিদের সমর্থনে এবং গাজায় বোমা হামলার প্রতিবাদে রোম, মিউনিখ, ইস্তাম্বুল, বেলগ্রেড এবং অন্যান্য শহরে সমাবেশের পরিকল্পনা করা হয়েছে।
সূত্র : আল-জাজিরা, বিবিসি, রয়টার্স
0 Comments