রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নলতায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

অনলাইন ডেস্ক | আপডেট: রবিবার, ফেব্রুয়ারী ১১, ২০২৪

নলতায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন
সাতক্ষীরা জেলার কালিগঞ্জের ঐতিহ্যবাহী নলতা শরীফে অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে প্রতিষ্ঠিত নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (,র.) এঁর ৯,১০,১১ ফেব্রুয়ারি শুক্রবার, শনিবার ও রবিবার তিন দিন ব্যাপী ৬০ তম বার্ষিকী ওরছ শরীফ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে রবিবার সকাল ১০ টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ৬০ তম বার্ষিক ওরছ শরীফের আখেরী মোনাজাত অনুষ্ঠানে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে ও পরিচালনায় মোনাজাতের পূর্বে পীর কেবলার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্জ ড. আবদুল মজিদ, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ ড. কাজী আলী আজম, হবিগঞ্জ আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা আবু তৈয়ব মো: মাহবুবে খোদা এবং খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর মহাপরিচালক ও কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নির্বাহী সদস্য আলহাজ্জ এ এফ এম এনামুল হক। পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) রচিত ভক্তের পত্র থেকে পাঠ করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মো: সাইদুর রহমান।
তাওয়াল্লাদ শরীফ, মিলাদ শরীফ ও ফাতেহা পাঠ করেন নলতা শরীফে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ইসলামিক সেন্টারের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আশিকুর রহমান।
কোরআন তেলাওয়াত করেন শানপুকুর জামে মসজিদের পেশ ইমাম মো: আব্দুল হাকিম।
আখেরী মোনাজাত উপলক্ষে প্রথমে ৩০ পারা কোরআন খতম করেন হাফেজ মো: হাবিবুর রহমান।

মিশনের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্জ মো: এনামুল হক, সমাজসেজক আলহাজ্জ মো: আব্দুস সবুর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক, সাংবাদিক,চিকিৎসক, জনপ্রতিনিধি, সরকারি, বেসরকারি কর্মকর্তা, এনজিও কর্মী, রোভার স্কাউট, স্কাউট, আনসার, নারী-পুরুষ স্বেচ্ছাসেবক তথা নানা শ্রেণি-পেশার হাজার হাজার মুসল্লী অংশগ্রহণ করেন।
পরে বেলা সাড়ে ১১ টা হতে নলতা শরীফ শাহী জামে মসজিদের ২য় তলায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ ড. কাজী আলী আজম’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় মিশনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, আজীবন সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
0 Comments