বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মুক্তি দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ দুপুরে

অনলাইন ডেস্ক | আপডেট: শনিবার, জুন ২৯, ২০২৪

খালেদা জিয়ার মুক্তি দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ দুপুরে
দলীয় চেয়াপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ ‍দুপুরে ঢাকায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার (২৯ জুন) দুপুর ২টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনের এ সমাবেশে হবে। সমাবেশ নিয়ে ইতোমধ্যে প্রশাসনের পক্ষে থেকে অনুমতি পেয়েছে বিএনপি।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ঢাকা পোস্টকে বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি দাবিতে দুপুর ২টায় আনুষ্ঠানিক সমাবেশে শুরু হবে।

পুলিশের অনুমতি পাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে এ্যানী বলেন, ২৭ তারিখ ঢাকা মেট্রোপলিটন পুলিশ পক্ষে থেকে মৌখিকভাবে জানিয়েছে, তারা সমাবেশে আমাদের সহযোগিতা করবে।

বিএনপির মিডিয়া সেলের সূত্রে জানা গেছে, খালেদা জিয়া বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে ২০২৩ সালে অনশন কর্মসূচি পালন করে বিএনপি।
0 Comments