রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

অনলাইন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১, ২০২৪

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) বেলা ১১.৩০ টায় এতিম ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সপ্তাহের শুভ উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।উদ্বোধন কালে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডা: রুহুল হক এমপি বলেন দেশকে পিছিয়ে নেয়ার জন্য ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করার লক্ষ্যে বিএনপি-জামাত সাধারণ ছাত্র-ছাত্রীদের কোটা আন্দোলনের উপর ভর করে দেশব্যাপী হত্যা ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে।তাদের এ সকল সন্ত্রাসী মূলক কর্মকাণ্ড প্রতিহত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সপ্তাহের শুরুতে কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের পুকুরে ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে একটি র ্যালী বের করা হয়। র ্যালী শেষে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়েরর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, ভাইস চেয়ারম্যান এম সাহেব আলী,  উপজেলা কৃষি অফিসার, এস এম এনামুল ইসলাম, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ। সবশেষে মাটির পুকুরে গলদা রেনু চাষী জামান ফিসের সত্বাধিকারী এইচ এম জামান, বাগদা চিংড়ী চাষী মেসার্স মকবুল মৎস্য প্রকল্পের সত্বাধিকারী মকবুল হোসেন ও সমবায় সমিতির ভিত্তিতে মাছ উৎপাদনকারী খলিসানী বাগদা ক্লাস্টারকে পুরস্কৃত করা হয়।
0 Comments