বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
১৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

খুলনাঞ্চলের পানিবন্দি লাখো মানুষ আতঙ্কগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

খুলনাঞ্চলের পানিবন্দি লাখো মানুষ আতঙ্কগ্রস্ত
স্বপ্নীল হকঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘ডানা’য় পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টির প্রভাবে খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হলেও দুপুরে ভারী বৃষ্টি হয়েছে। বিকেল পর্যন্ত ঘন মেঘে ঢেকে ছিল জনপদ। 
এদিকে আবারও বৃষ্টি হওয়ায় খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার ৮ উপজেলার পানিবন্দি লাখো মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। বিগত ১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর মাসে অতিবৃষ্টির কারণে প্রায় ১৫ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। ক্ষেতের ফসল, ঘের পুকুরের মাছ হারিয়ে বিপন্ন ভাবে বেঁচে থাকা মানুষগুলোর ওপর মরার ওপর খাড়ার ঘা হিসেবে নতুন আতঙ্ক এই বৃষ্টি। 
এদিকে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সম্ভাব্য দুর্যোগ বিবেচনায় নিয়ে খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।  
সভায় জানানো হয়, ঘূর্ণিঝড়কালে দুর্যোগ মোকাবেলায় জেলায় ৬০৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রগুলোয় মানুষের অবস্থান করার মতো পরিবেশ নিশ্চিতে কাজ করা হচ্ছে। খুলনার বিভিন্ন উপজেলায় ১০ থেকে ১২ কিলোমিটার ভেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সে স্থানগুলোয় নজর রেখে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। দুর্যোগকালে স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, আইন-শৃঙ্খলা রক্ষার মতো জরুরি সেবা নিশ্চিতে ব্যবস্থা নেয়া হয়েছে। 
সভায় সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোঃ হাফিজুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিমসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।  
অপর দিকে বঙ্গোপসাগারে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানার প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলায় বৃষ্টি হচ্ছে। বুধবার বেলা ১১টার পর উপকূলীয় এলাকায় শুরু হয় বৃষ্টি।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মোঃ আমিরুল আজাদ বলেন, ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে উপকূলীয় এলাকায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। দুপুর ১২টার দিকে খুলনা শহরে ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টি আরও বাড়তে পারে। বর্তমানে ঘূর্ণিঝড় ডানা মোংলা থেকে ৬৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। বর্তমান অবস্থান অনুযায়ী ঘূর্ণিঝড় ভারতের উড়িষ্যার পুরী ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্য দিয়ে যাবে। যার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ সারাদেশে বৃষ্টি হবে।
এদিকে মাসাধিককাল ধরে জলাবদ্ধতায় থাকা খুলনা, যশোর সাতক্ষীরা জেলার ৮টি উপজেলার প্রায় ১৫ লাখ মানুষের মধ্যে নতুন করে হতাশা নেমে এসেছে। এ এলাকার প্রধান প্রধান নদ-নদী ও শাথা নদী ও খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নামার কোনা ব্যবস্থা নেই। ফলে গত বিশ বছরের মধ্যে এবার ব্যাপক এলাকাজুড়ে স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। গত কয়েক দির বৃষ্টিপাত কম হওয়া পানি সামন্য কমলেও ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বুধবার থেকে আবার বৃষ্টি হওয়ায় প্রান্তিক চাষিরা আঙ্কিত হয়ে পড়েছে।
0 Comments