বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
১৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৪ নভেম্বর

অনলাইন ডেস্ক | আপডেট: শনিবার, অক্টোবর ২৬, ২০২৪

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৪ নভেম্বর
স্বপ্নীল হকঃ
খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. সেখ আব্দুল আজিজ এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিলে উলে­খ করা হয়েছে, ২৩ অক্টোবর দুপুর ১২টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ২৪ অক্টোবর দুপুর সোয়া ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন পত্র জমা দানের শেষ সময় আগামী ৩১ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ৩ নভেম্বর প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। ৪ নভেম্বর দুপুর ২টায় মনোনয়ন বাছাই করা হবে। ১২ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহরের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ২৪ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে নির্বাচন চলবে।
এ ব্যাপারে খুলনা জেলা সিনিয়র আইনজীবী এড. মোমিনুল ইসলাম বলেন, রোববার খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে মোট ১২৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্যরা হলেন, চেয়ারম্যান এড. সেখ আব্দুল আজিজ, সদস্যরা হলেন যথাক্রমে, এড. সরদার আব্দুল জলিল ও এফ, এম আক্তারুজ্জামান।
তিনি আরও উলে­খ করেন, ৫ আগস্ট পর থেকে পুরাতন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আত্মগোপনে চলে যান। ৬ আগস্ট জরুরি সভার মাধ্যমে আইনজীবী সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুরাতন কমিটি ভেঙে দিয়ে ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়।
0 Comments