মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেফতার

অনলাইন ডেস্ক | আপডেট: রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেফতার
বেসরকারি টেলিভিশন দেশ টিভি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাকে গুলশানের বাসা থেকে গ্রেফতার করে।

তা‌কে বিমানবন্দর থানার এক‌টি হত‌্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখা‌নো হ‌য়ে‌ছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

ডিবি সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাইয়ের ঘটনায় মামলাটি দায়ের করা হয়। সেই মামলার অন্যতম আসামি আরিফ হাসান। গ্রেফতারের পর তাকে ডিবি পুলিশ মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে গেছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে আদালতে তোলা হতে পারে।

আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সাধারণ সম্পাদক। 
0 Comments