বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খুমেক হাসপাতালে উপ-পরিচালক হিসাবে দায়িত্ব পেলেন ডাঃ নুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

খুমেক হাসপাতালে উপ-পরিচালক হিসাবে দায়িত্ব পেলেন ডাঃ নুরুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকঃ
খুমেক হাসপাতালে দীর্ঘ কয়েক মাস উপ- পরিচালকের পদে শুন্য থাকা নতুন করে দায়িত্ব পেলেন ডাঃ মুহাম্মদ নুরুল ইসলাম ( এম,বি,বি,এস, বিসিএস, স্বাস্থ্য) । তিনি গত ২৩শে অক্টোবর ২০২৪ ইং অদ্য হাসপাতালে  যোগদান করে যথাযথ মর্যাদায়  একনিস্ঠ ভাবে দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্বের পাশাপাশি খুমেক হাসপাতালকে একটি মডেল স্বাস্থ্যসেবা  হাসপাতালে রুপন্তারিত করে, রুগীদের কে সুন্দর সেবা প্রদানের মাধ্যমে স্বাস্থ্য খাতকে আরো উন্নত করার পাশাপাশি খুমেক হাসপাতালের সকল কর্তব্যরত চিকিৎসক ও দায়িত্বরত সকলকে একসাথে  সেবা দানের পত্যয় ব্যক্তকরেন।  মানুষের মৌলিক অধিকারের একটি হলো  স্বাস্থ্যসেবা,  আর এই স্বাস্থ্যসেবা থেকে যেন কোন রুগী বঞ্চিত না হয় সে দিকে আমি ও আমরা সকলেই এক সাথে কাজ করার আশাবাদী ও ব্যক্তকরেন।  অপর দিকে খুমেক হাসপাতালে ২৫০বেড থেকে ৫০০বেডে রুপান্তরিত করা হলেও তারপরে দৈনিক ১৭০০ থেকে ১৮০০ এমনকি ২০০০ বেশি রুগীকে সেবা ও সুচিকিৎসা প্রদান করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
0 Comments