বুধবার, ১২ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কেশবপুরে বাস থেকে লাফদিয়ে পড়ে এক মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৫

কেশবপুরে বাস থেকে লাফদিয়ে পড়ে এক মহিলার মৃত্যু
শাহজাহান জমাদ্দারঃ
যশোরের কেশবপুরে বাসে আগুন লাগার ভয়ে চলন্ত গাড়ি থেকে লাফ দেওয়ায় মাহফুজা বেগম (৪৮) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। 

ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে যশোর হতে চুকনগর গামি বাসে। যশোর টু চুকনগর মহাসড়কের কেশবপুর উপজেলার আলতাপোল তেইশমাইল নামকস্থানে এই দূর ঘটনা টি ঘটেছে। মাহফুজা বেগম নামের এক  মহিলা।  মাহাফুজা বেগম (৪৮) স্বামী আব্দুল আজিজ মোল্লা  মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা গ্রামে বাড়ি। মাহাফুজা বেগমের এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ছেলে মোঃ আরাফাত হোসেন (২৪) মেয়ে তাইসিয়া(১৭) উচ্চ মাধ্যমিকের ছাত্রী। ছোট মেয়ে  তাসলিমা খাতুন (৯) পঞ্চম শ্রেণীর ছাত্রী। স্বামী মো ঃ আব্দুল আজিজ কোম্পানির চাকুরী করতেন বর্তমানে বাড়িতে সংসার দেখা শুনা করেন। ছেলে বর্তমানে কোম্পানির চাকুরী করেন।  মায়ের মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। আজ আসর নামাজের পর বারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়েছে।
0 Comments